Terms & Conditions
📜 ব্যবহারের শর্তাবলী – DazzleHub Store
আপনি যখন DazzleHub Store ব্যবহার করেন, তখন আপনি নিচের শর্তাবলীতে সম্মত হন:
🔹 ১. সার্ভিসের ব্যবহার
- আমাদের ওয়েবসাইটের মাধ্যমে শুধুমাত্র আইনি ও নৈতিক উদ্দেশ্যে পণ্য/সেবা কেনা যাবে।
- ভুল বা ভুয়া তথ্য দিয়ে অর্ডার দেওয়া সম্পূর্ণভাবে নিষিদ্ধ।
🔹 ২. পেমেন্ট ও মূল্য
- সব মূল্য বাংলাদেশি টাকায় (বা নির্ধারিত মুদ্রায়) প্রকাশিত।
- পেমেন্ট কনফার্ম হওয়ার পরই অর্ডার প্রক্রিয়াকরণ শুরু হয়।
🔹 ৩. অর্ডার ও ডেলিভারি
- অর্ডার কনফার্ম হওয়ার পর নির্ধারিত সময়সীমার মধ্যে ডেলিভারি দেওয়া হয়।
- যেকোনো দেরি বা সমস্যার জন্য আমরা আগেই জানিয়ে দেওয়ার চেষ্টা করি।
🔹 ৪. রিটার্ন ও রিফান্ড
- রিটার্ন নীতিমালার আওতায় পণ্য ফেরত দেওয়ার সুযোগ রয়েছে।
- সঠিকভাবে রিটার্ন গ্রহণের পরই রিফান্ড প্রক্রিয়া শুরু হবে।
🔹 ৫. কপিরাইট
DazzleHub Store-এর সকল কনটেন্ট (লোগো, ছবি, টেক্সট) কপিরাইট দ্বারা সুরক্ষিত এবং অনুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
🔹 ৬. অ্যাকাউন্ট ও নিরাপত্তা
আপনার অ্যাকাউন্ট নিরাপদ রাখার দায়িত্ব আপনার। কোন অননুমোদিত ব্যবহারের জন্য আমরা দায়ী নই।
🔹 ৭. পরিবর্তন
আমরা যেকোনো সময় আমাদের শর্তাবলী আপডেট করতে পারি। পরিবর্তনগুলো ওয়েবসাইটে প্রকাশের পর থেকে কার্যকর হবে।
Mens Shopping
Womens Fashion
Gadgets & Electronics
Home Decor
Watch
Baby
Health & Personal Care
Homemade Food
Car & Bike Accessories