Order procedure
📦 অর্ডার করার নিয়মাবলী – DazzleHub Store
🔹 ১. পণ্য নির্বাচন
- ওয়েবসাইটে ভিজিট করে আপনার পছন্দের পণ্য ব্রাউজ করুন।
- প্রতিটি পণ্যের বিবরণ, মূল্য ও স্টক স্ট্যাটাস দেখে নিন।
🔹 ২. অর্ডার ফর্ম পূরণ
- ‘অর্ডার করুন’ বাটনে ক্লিক করে আপনার নাম, ঠিকানা, মোবাইল নম্বর ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য প্রদান করুন।
- যদি পেমেন্ট অ্যাডভান্স হয়, পেমেন্ট মাধ্যম নির্বাচন করুন।
🔹 ৩. অর্ডার নিশ্চিতকরণ
- আপনার অর্ডার সাবমিট করার পর, আমাদের প্রতিনিধি ফোন বা মেসেজের মাধ্যমে অর্ডার কনফার্ম করবেন।
- কিছু ক্ষেত্রে অর্ডার কনফার্মের জন্য অগ্রিম পেমেন্ট লাগতে পারে।
🔹 ৪. প্যাকেজিং ও ডেলিভারি
- অর্ডার কনফার্ম হওয়ার পর পণ্য প্যাক করা হবে।
- সাধারণত ২-৫ কার্যদিবসের মধ্যে পণ্য আপনার ঠিকানায় পৌঁছাবে।
🔹 ৫. ডেলিভারি গ্রহণ ও পেমেন্ট
- যদি ক্যাশ অন ডেলিভারি হয়, পণ্য হাতে পেয়ে পেমেন্ট সম্পন্ন করুন।
- পণ্য হাতে পাওয়ার পর সঠিকতা যাচাই করে নিন।
নোট: যদি কোনো সমস্যার সম্মুখীন হন, তাহলে আমাদের কাস্টমার সাপোর্টে যোগাযোগ করুন।
Mens Shopping
Womens Fashion
Gadgets & Electronics
Home Decor
Watch
Baby
Health & Personal Care
Homemade Food
Car & Bike Accessories